অক্ষয়ের ‘সূর্যবংশী’র প্রদর্শন বন্ধ করলেন কৃষকরা

অক্ষয়ের ‘সূর্যবংশী’র প্রদর্শন বন্ধ করলেন কৃষকরা

বিনোদন ডেস্ক :

ভারতের পাঞ্জাবে বাধা পেল অক্ষয় কুমারের নতুন ছবি ‘সূর্যবংশী’র প্রদর্শনী। শনিবার রাজ্যের পাঁচটি সিনেমা হলে প্রদর্শন জোর করে বন্ধ করালেন কৃষকরা। তাদের দাবি, কৃষকদের প্রতিবাদকে সমর্থন করেননি অক্ষয়। ছবি প্রদর্শনের বিরোধিতা করে শনিবার শহিদ উধম সিং পার্ক থেকে স্বরণ সিনেমা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন ভারতী কিষান ইউনিয়নের প্রতিনিধিরা। তারা ছবির প্রদর্শন জবরদস্তি বন্ধ করতে বাধ্য করেন সিনেমাহল কর্তৃপক্ষকে। বিক্ষোভকারীদের বক্তব্য, কৃষকদের প্রতিবাদের সমর্থনে মুখ খোলেননি অভিনেতা। কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত ছবির প্রদর্শন বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা। তাদের কেউ কেউ প্রেক্ষাগৃহের বাইরে লাগানো সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলেন। তারা জানান, তাদের প্রতিবাদ সমর্থন না করায় অক্ষয় কুমারের বিরুদ্ধে তাদের অবস্থান। কৃষকরা ভারতের বিতর্কিত ৩ কৃষি আইন বাতিলের দাবিতে গত বছরের নভেম্বর থেকে দিল্লি সীমান্তে ক্যাম্প করে আন্দোলন করছেন।

One thought on “অক্ষয়ের ‘সূর্যবংশী’র প্রদর্শন বন্ধ করলেন কৃষকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *