অনলাইন ডেস্ক :
নব্বইয় দশকের একাধিক প্রথম সারির নায়কের সঙ্গে কাজ করেছেন বলিউড নায়িকা ফারহিন। সেই তিনিই কি না আচমকা বলিউড থেকে উধাও হয়ে যান। যারা নব্বই দশকের ভারতীয় সিনেমার ভক্ত ছিলেন, তাদের অনেকের ফারহিনকে নিশ্চয়ই মনে আছে!
২৪ বছর ধরে তিনি ইনডাস্ট্রির বাইরে। এক সময় জান তেরে নাম, সৈনিক, নজর কে সামনে, দিল কি বাজি, আগ কা তুফান-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
ক্রিকেটার মনোজ প্রভাকরকে বিয়ে করার পরই সিনেমা জগত থেকে দূরে চলে যান ফারহিন। এখন পরিবার ও নিজের ব্যবসা নিয়ে থাকেন ফারহিন। হার্বাল স্কিন কেয়ার প্রোডাক্টস-এর ব্যবসা তাঁর। স্বামী মনোজ প্রভাকরের সঙ্গে ব্যবসা শুরু করেছিলেন ফারহিন। এখন তিনি কোটি টাকার মালকিন।
ফারহিন নব্বই দশকে বলিউডের জনপ্রিয় নায়ক অক্ষয় কুমার থেকে নিয়ে অনেক নায়কদের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন।