বিনোদন ডেস্ক :
বিখ্যাত রঞ্জনা গানের রঞ্জনাকে পর্দায় হাজির করার পর এবার আরেক বিখ্যাত গান ‘বেলা বোস’ এর বেলা বোসকে পর্দায় হাজির করতে যাচ্ছেন গানটির স্রষ্টা অঞ্জন দত্ত। মানে বেলা বোসকে নিয়ে সিনেমা বানাচ্ছেন এ প্রখ্যাত গায়ক। নিজেই নির্মাণ করবেন ছবিটি। নাম ‘বেলা বোসের জন্য’। ভারতীয় গণমাধ্যম জানায়, প্রধানত, রানা সরকারের উদ্যোগের ফলেই যে বেলা বোসকে বড়পর্দায় আনতে রাজি হয়েছেন অঞ্জন। সেকথা নিজেই জানিয়েছেন বেলার স্রষ্টা। অবশ্য এ ব্যাপারে তার নিজেরও যে বহুদিনের ইচ্ছে এবং তাগিদ ছিল সেকথাও অস্বীকার করেননি এই প্রখ্যাত অভিনেতা-পরিচালক। কিন্তু এই যে এতোবড় একটি আইকনিক চরিত্র যিনি বাস করেন নয়ের দশকের সমস্ত বাঙালির স্বপ্নে এবং কল্পনায়, তাকে বাস্তবে রূপ দেওয়ার এই কাজটা কি ভীষণ চ্যালেঞ্জিং নয়? খুবই কঠিন নয়? কোনও রাখ-ঢাক না করে বেলা বোসের স্রষ্টার বলেন, ‘ভীষণ কঠিন! তবে চ্যালেঞ্জটা আমি নিচ্ছি। ৬৬ বছর বয়সে এসেও যে এই চ্যালেঞ্জটা নিতে পারছি তার কারণ রানা সঙ্গে আছে বলেই।’