অনলাইন ডেস্ক :
পরিচালক অনন্য মামুনকে সামনে পেলে কান ধরে উঠবস করাবে চেয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল।
ঘটনাটি ঘটেছে মূলত এবারের ঈদের সিনেমাকে কেন্দ্র করে। আসছে পবিত্র ঈদুল আজহায় অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’, অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ সিনেমা মুক্তি পাচ্ছে। ‘সাইকো’ সিনেমার নিয়ে এক সাক্ষাৎকারে অনন্ত জলিলের সিনেমার ১০০ কোটি টাকা বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন অনন্য মামুন। পাশাপাশি ইঙ্গিতে অনন্তের সমালোচনাও করেছেন। সেই জবাবে এক টেলিভিশন টক শোতে উপস্থিত হয়ে অনন্ত জলিল বলেছেন, ‘অনন্য মামুনকে আমি ডিরেক্টর বানিয়েছি। আমার টাকায় ওর ডিরেক্টর ফি (পরিচালক সমিতির সদস্য পদ) দিয়েছি ১ লাখ ৬ হাজার টাকা। অনন্ত জলিলের সমালোচনা করার মতো তোমার (অনন্য মামুন) কী যোগ্যতা আছে? সামনে পেলে ওকে আমি কান ধরে ওঠ-বস করাব।’