অনলাইন ডেস্ক :
জি সিরিজ থেকে প্রকাশিত ‘ব্যবসার পরিস্থিতি’ গানটি মুক্তির ২৪ ঘন্টা না পেরোতেই অনলাইনে ভাইরাল হয়ে যায়। ভিন্ন ধাঁচের হিপহপ বাংলা র্যাপ গানট সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সারা ফেলেছে। ‘ব্যবসার পরিস্থিতি’ গানে কণ্ঠ দিয়েছেন আলী হাসান, সাদি, মানাম, আমিন আলী, উদয়, রাকিব হাসান, মারুফ, সিয়াম হাওলাদার ও রিজন। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন স্বাক্ষর।
বাবার অসুস্থতার কারণে নারায়ণগঞ্জের পারিবারিক হার্ডওয়্যারের দোকানের হাল ধরেছিলেন র্যাপার আলী হাসান, লোকসানের মুখে বহু বছরের স্মৃতিবিজড়িত সেই ব্যবসা আট মাস আগে গুটিয়ে নিতে হয়েছে হাসানকে। ব্যবসা করতে গিয়ে নিজের জীবনের বাস্তবতা গানে গানে তুলে এনেছেন তিনি। হাসানের কথা ও সুরে ‘ব্যবসার পরিস্থিতি’ শিরোনামে একটি গান সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে, রাতারাতি পরিচিতি এনে দিয়েছে হাসানকে। গানটির বিষয়ে প্রথম আলোকে আলী হাসান জানান, তাঁর নিজের জীবনের পরিস্থিতিই গানে তুলে ধরেছেন। দেড় বছর আগে নিজেদের দোকানে বসে লিখেছিলেন তিনি, গানটা লেখার কাজ শেষ করতে কয়েক মাস লেগেছিল।