
নিউজ ডেস্ক :
কান ফেস্টিভালে অনুরাগ কাশ্যপের দেখা হয়েছে বাংলাদেশী অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিপরীতে রেহানা মরিয়ম নূর নামের এক বাংলাদেশী নারীকে খুঁজে পেলেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’-খ্যাত অনুরাগ। মঙ্গলবার ১৩ জুলাই সন্ধ্যার পর অনুরাগ কাশ্যপের সঙ্গে দেখা ও আড্ডা হয় আজমেরী হক বাঁধনের। সঙ্গে ছিলেন ‘রেহানা মরিয়ম নূর’ প্রযোজক জেরেমি চুয়া। অনুরাগ কাশ্যপ এর আগেই ছবিটি দেখেন। বাঁধনের সঙ্গে দেখা হওয়ার পর বার বার বললেন, ছবিটির প্রতি তার মুগ্ধতার কথা। কান থেকে বাঁধন সংবাদমাধ্যমকে বলেন, ‘‘অনুরাগের সঙ্গে আমাদের প্রযোজকের ছোট্ট একটি বৈঠক ছিলো। ইনফ্যাক্ট ‘লাইভ ফ্রম ঢাকা’ ছবিটির সূত্র ধরেই জেরেমি ও সাদের সঙ্গে অনুরাগের ভালো বন্ধুত্ব হয়। তিনি আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়েছেন। বলতে চাইছিলেন আমার এক্সট্রা অর্ডিনারি অভিনয়ের মাধ্যমে নাকি বাংলাদেশ অফিসিয়ালি কান উৎসবে এন্ট্রি নিলো! অনুরাগ শেষে একটা কথাই বলেছেন, এই ছবি তার কাছে কোয়াইট এক্সট্রা অর্ডিনারি ফিল্ম বলে মনে হয়েছে। ছবির শেষ দৃশ্যটি নিয়ে অসম্ভব মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি।’