
অনলাইন ডেস্ক :
বলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী অনুরাধা পাডোয়ালের সঙ্গে দ্বৈতকণ্ঠে গান গেয়েছেন আসিফ আকবর। গানের শিরোনাম ‘চিরদিনের জীবনসঙ্গীনি’। কবির বকুলের লেখা এ গানের সুর-সঙ্গীত করেছেন রাজা কাশেফ। আসিফ বলেন, শ্রদ্ধেয় কিংবদন্তি অনুরাধা পাডোয়াল ম্যাডামের সাথে ডুয়েট গানটির ভয়েস দিয়েছি। কবির বকুল ভাইয়ের গীতিকবিতায় গানটির সুর-সঙ্গীত করেছেন রাজা কাশেফ (ইংল্যান্ড)। হলফ করে বলতে পারি, একটি সমৃদ্ধ বাংলা গান আসছে। আসিফ জানান, এ গানের ভিডিও নির্মাণে আছেন সৌমিত্র ঘোষ ইমন। কাস্টিংয়ে সাবা বশির (ইংল্যান্ড) ও আসিফ নিজে। গানটির রেকর্ডিং এবং মিক্সিং হয়েছে কেএম স্টুডিও এবং যশ রাজ স্টুডিও। রেকর্ডিস্ট ছিলেন নোবেল (মুম্বাই)। মিক্স ও মাস্টার করেছেন অভিষেক ও দিলীপ। এটি প্রযোজনায় আছে বিলিভ মিউজিক (ফ্রান্স)। স্পন্সরপেট্যাপ ইউকে। গানের ভিডিও শুটিং স্পট শালদহ ইকো রিসোর্ট, গাজীপুর। আগামী ১৫ মে ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অফ কমন্সে একটি জাঁকজমক প্রকাশনা অনুষ্ঠানের মাধ্যমে ‘চিরদিনের জীবনসঙ্গিনী’ গানটি প্রকাশ করা হবে। অনুরাধা ম্যাডামসহ আমি সেখানে থাকব, আশা করছি।