অনলাইন ডেস্ক :
ভারতের দক্ষিণী সিনেমার নায়িকা কাজল আগারওয়াল। ২০২০ সালের ৩০ অক্টোবর ইন্টেরিয়র ডিজাইনার গৌতম কিচলুকে বিয়ে করেন তিনি। নতুন বছরের প্রথমেই ঘরে নতুন অতিথি আসার কথা সবাইকে জানিয়েছেন নায়িকার স্বামী। মা হওয়ার প্রস্তুতিতে এখন আর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না দক্ষিণ ভারতীয় এই অভিনেত্রী। এর আগে পরিচালক কোরাতলা শিবার পরবর্তী সিনেমা ‘আচার্য’-এ জুটি বেঁধে অভিনয় করেছেন মেগাস্টার চিরঞ্জীবী ও কাজল আগরওয়াল। চলতি মাসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা। সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রচারের পরিকল্পনাও সাজিয়েছেন সংশ্লিষ্টরা। প্রচার অনুষ্ঠানে অংশ নেবেন চিরঞ্জীবী-রাম চরণ। এরই মাঝে এই দুই অভিনেতাকে একটি প্রস্তাব দিয়েছিলেন অন্তঃসত্ত্বা কাজল। কিন্তু তা ফিরিয়ে দিয়েছেন তারা। একটি সূত্র টলিউড ডটনেটকে বলেন—‘কাজল আগরওয়াল সিনেমাটির প্রচারে অংশ নেয়ার প্রস্তাব দিয়েছিলেন। অন্তঃসত্ত্বা কাজলের এই পেশাদার মনোভাব দেখে মুগ্ধ হয়েছেন চিরঞ্জীবী ও রাম চরণ। তারা বিনয়ের সঙ্গে কাজলের এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এবং কাজলকে এখন পুরোপুরি বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।