অনলাইন ডেস্ক :
বর্তমান সময়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিকমাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করে সরব উপস্থিতির জানান দেন তিনি। রোববার (১৭ জুলাই) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি প্রকাশ করে অন্তর্জালে ঝড় তুলেছেন এই অভিনেত্রী। ওই ছবিতে দেখা গেছে, পিঠখোলা নীল গাউনে ক্যামেরায় পোজ দিয়েছেন জয়া। ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল, কানে লম্বা দুলের সঙ্গে খোলা চুলে আবেদনময়ী রূপে নিজেকে তুলে ধরেছেন নায়িকা। তাতেই ‘নেশা’ লেগেছে নেটজনতার মনে। জয়ার রূপ অনেক আগেই ভক্তদের হৃদয়ে দাগ কেটেছে। অনেকের ধারণা- দিন বাড়ার সঙ্গে সঙ্গে জয়ার রূপও বেড়ে চলেছে। কেউ কেউ মনে করেন- জয়ার বয়স একটি ঘরেই আটকে আছে, এ জন্যই তিনি চিরসবুজ। নতুন এই ছবিগুলোতে চিরতরুণী আবেদনময়ী এক জয়াকে আবিষ্কার করেছেন তার অনুরাগীরা। সেটি মাথায় রেখেই তার পোস্টে কমেন্ট করছেন নেটজনতা।