অনলাইন ডেস্ক :
মিষ্টি প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফিদা’। বৈশাখী টেলিভিশনে এটি প্রচার হবে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১০টায়। বিআরবি হাসপাতাল নিবেদিত নাটকটি গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাসিব হোসেন রাখী। এতে অভিনয় করেছেন ফরহাদ বাবু, সাদিয়া আইমান, নাদের চৌধুরী, রত্না খান, সাগর হুদা প্রমুখ। নাটকে সংগীত করেছেন মিনহাজ জুয়েল।