অনলাইন ডেস্ক :
২৩ সেপ্টেম্বর সুন্দরবনে জলদস্যুদের তৎপরতার বিরুদ্ধে র্যাবের দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত ছবি ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পেতে যাচ্ছে।
সিনেমাটি মুক্তি উপলক্ষে এখন চলছে প্রচার-প্রচারণাসহ আনুসাঙ্গিক কাজ। তারই ধারবাহিকতায় প্রকাশ করা হয়েছে ছবিটির প্রথম গান ‘এ মন ভিজে যায়’। শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮ টায় ‘অপারেশন সুন্দরবন অফিশিয়াল’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গানটি। গোধূলি শর্মার কথা ও অম্লান চক্রবর্তীর পরিচালনায় গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ছবিটির পরিচালক দীপংকর দীপন জানান, সুন্দরবনে র্যাবের বিভিন্ন অভিযানের ছবি উঠে আসবে ছবিটিতে। সেই সঙ্গে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। উল্লেখ্য, র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড প্রযোজিত ‘অপারেশন সুন্দরবন’ ছবিটির টিজার ২০২১ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়েছিল। চলতি বছরের ২৯ জুলাই মুক্তি পায় ট্রেলার।