বিনোদন প্রতিবেদক :
উঠতি মডেল অভিনেত্রী অপ্সরা একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ছোট পর্দায়। নিজের স্বল্পতম ক্যারিয়ারে দর্শকদের ভালবাসায় নিজের পথচলাকে এগিয়ে নিচ্ছে অনন্য স্থানে। নাটকে নিজের সক্ষমতা বাড়ানোর জন্য নিজেকে আরো বেশি প্রস্তুত করছে সে। মাত্র ৮ মাসের ক্যারিয়ারে ১৮টি একক নাটক করে এসেছে আলোচনায়।
একের পর এক কাজের পর আজ ২৮ নভেম্বর (রবিবার) রাত ৮টায় বেসরকারী টেলিভিশন চ্যানেল নাইনে মেঘনা ইলেকট্রনিক্স ও জেনেভা ফুড নিবেদিত একক নাটক ‘ভাবনার বাইরে’ প্রচারিত হবে। অপূর্ব আমিন এর রচনায়, শাহ আলম শিকদারের প্রযোজনায় এবং এ বাবুল এর পরিচালনায় নাটকটিতে অভিনয় করতে দেখা যাবে সালমান সুমন,জান্নাতুল অনন্য অপ্সরা,আনোয়ার , মানষী প্রকৃতি, শাহ অলম শিকদার সহ অনেককেই। নাটকটি সম্পর্কে অভিনেত্রী অপ্সরা বলেন, অসাধারণ গল্পে নাটকটি নির্মাণ করা হয়েছে। নাটকটি দেখে দর্শকদের ভাল লাগবে আশা রাখি।