অনলাইন ডেস্ক :
‘শিবায়’ ছবির মুক্তি ঘিরে অজয় দেবগন ও করণ জোহরের ঝামেলা সৃষ্টি হয়েছিল। সেই ঝামের সূত্র ধরে একে অপরকে এড়িয়ে চলেছেন দুজন। এবার কি তাহলে তাদের সেই ঝামেলা মিটে গেল?
সম্প্রতি ভারতের প্রথম সারির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘শিবায়’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ একই দিনে মুক্তি পেয়েছিল। শত অনুরোধ সত্ত্বেও ওই বক্স অফিস ক্ল্যাশ এড়িয়ে যাননি করণ। এতেই অভিমান করেছিলেন অজয়। কাজলও স্বামীর পক্ষ নেন।
এদিকে, হঠাৎ টুইটারে পরিচালক অজয় দেবগনের ছবি ‘রানওয়ে ৩৪’-এর ট্রেলার শেয়ার করে গোটা টিমকে শুভেচ্ছা জানান করণ। লেখেন— ‘উফ পুরো দমবন্ধ করা এবং শিহরণ জাগানো ট্রেলার! এ ছবিটার জন্য আর অপেক্ষা করতে পারছি না। রানওয়ে ৩৪ সবাইকে সঙ্গে নেবে! সিটের গোড়ায় বসে দেখবার ছবি, গরমের জন্য একদম পারফেক্ট। আমার ভালোবাসা এবং শুভকামনা অমিতাভ বচ্চন, অজয় দেবগন, রাকুল প্রীত সিং এবং বোমান ইরানিকে’।
করণের এ টুইটের জবাবে ছবির অন্যতম কাস্ট এবং পরিচালক অজয় লেখেন— ‘করণ তোমার থেকে এমন প্রশংসা শুনে আপ্লুত। ধন্যবাদ। আমি চাই তুমি এই ছবিটার ফার্স্ট কপি (রিলিজের আগের প্রিভিউ কপি) দেখ’।