
বিনোদন ডেস্ক :
প্রমোদতরীতে মাদক মামলায় জামিন পেলেন আরিয়ান খান। আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) তাঁকে জামিন দিয়েছে মুম্বাই হাইকোর্ট। এরআগে, মঙ্গলবার আরিয়ানের জামিনের বিরোধিতা করে এনসিবি উচ্চ আদালতকে জানায়, আরিয়ান মাদক গ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত। এছাড়া শাহরুখ খানের ম্যানেজার মামলার সাক্ষীদের প্রভাবিত করেছেন। পাল্টা যুক্তিতে প্রশ্ন রেখে আরিয়ানের আইনজীবী ভারতের সাবেক অ্যাটর্নি জেনারেল (এজিআই) মুকুল রোহাতজি বলেন, আরিয়ানের কাছ থেকে কোনও মাদক উদ্ধার হয়নি এবং মেডিক্যাল পরীক্ষায়ও প্রমাণ হয়নি তিনি মাদক গ্রহণ করেছেন। আরবাজ মার্চেন্টের জুতা থেকে ৬ গ্রাম চরস উদ্ধার করা হয়েছে, কিন্তু মার্চেন্ট তা অস্বীকার করেছেন। তিনি আরিয়ানের বন্ধু, এর বাইরে তিনি কিছুই জানেন না।