অনলাইন ডেস্ক :
গেল কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি রহস্য বা কাহিনী উম্মোচনের বার্তা দিয়ে আসছিলেন ভারতীয় সুপারস্টার আমির খান। প্রতিদিন নিজের ভ্যারিফাইড সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে একটি করে ভিডিও আপলোড করছিলেন তিনি।
যেখানে প্রতি ভিডিওতে তাকে বলতে দেখা গেছে ‘আগামী ২৮ তারিখে আপনাদের একটি কাহিনী শুনাবো, আপনারা প্রস্তুত থাকেন’। তাই বিষয়টি নিয়ে ভক্তদের মাঝে একটা চাপা উত্তেজনা তৈরি হয়েছিল। কী সেই রহস্য? কী সেই কাহিনী? তবে কি আমির আবার নতুন কোনো সিনেমার নাম ঘোষণা করবেন?- এমন হাজারও প্রশ্ন ঘুরপাক করছিলো সিনেমার ভক্তদের মাঝে।
অবশেষে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) নিজের সেই রহস্য উম্মোচন করেছেন এই গুণী অভিনেতা। নিজের পরবর্তী সিনেমা লাল সিং চাড্ডা’র একটি বিশেষ গান প্রকাশ করেছেন তিনি। গানের নাম ‘কাহানি সং’ অর্থাৎ কাহিনী গান। আর এটিই ছিল তার সেই রহস্য।