অনলাইন ডেস্ক :
অবশেষে বিয়ে হয়ে গেল আলিয়া ভাট আর রণবীর কাপুরের। লগ্ন অনুযায়ী, ভারতীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হয়েছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। ‘বাস্তু’ বাড়িতে বসেছে বিবাহ আসর। কড়া নিরাপত্তা। প্রায় ২০০ বাউন্সার ঘুরছে বাংলোর চারকোণে। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়েই সাত পাকে বাধা পড়লেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।
বছর চারেক প্রেমের পর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) অবশেষে একে-অপরের গলায় বরমাল্য দান করে ‘মিস্টার অ্যান্ড মিসেস কাপুর’ হলেন রণবীর-আলিয়া। অতিথিদের ক্যামেরা ব্যবহারে নিষেধাজ্ঞা। সন্ধ্যা সাতটা নাগাদ নবদম্পতি নিজেরাই ক্যামেরার সামনে ধরা দেবেন বলে জানিয়েছেন।
তবে সূত্রের খবর, মণ্ডপে অতিথিদের গায়ত্রী মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই অগ্নি সাক্ষী রেখে সাতপাক ঘুরলেন রণবীর-আলিয়া। প্রয়াত ঋষির কথা মনে করে, আবেগে ভাসলেন মা নীতু কাপুর। নবদম্পতিকে ঘিরে রসিকতা-ঠাট্টায় মজেছেন অতিথিরাও।