অনলাইন ডেস্ক :
অবশেষে আলিয়া ভাট ও রণবীর কাপুর জুটির প্রথম ছবি ‘বহ্মাস্ত্র’র প্রথম গান মুক্ত পেয়েছে। ‘কেসরিয়া’ শিরোনামের গানটি গেয়েছেন অরিজিৎ সিং। গানটি কম্পোজ করেছেন প্রিতম এবং লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।
ছবির পরিচালক আয়ান মুখার্জী এই গানে দেখানো কিছু দৃশ্য আলিয়া ও রণবীরের বিয়ের সময়টাতে প্রকাশ করেছিলেন। গত এপ্রিলে বিয়ে করেছিলেন আলিয়া ও রণবীর জুটি। জানা গেছে, ‘কেসরিয়া’ গানটির শুটিং হয়েছে বেনারসে। গানটির শুটিংয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে বলে জানিয়েছেন আয়ান। গানটি প্রকাশের আগে করা লাইভে তিনি আরও জানান, প্রথম গান হিসেবে কেসরিয়াকে সামনে আনতে চাননি। গানটি নিয়ে কয়েক মাস তারা কাজ করেছেন। পরে দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন গানটি প্রকাশ করার। ‘বহ্মাস্ত্র’ ছবিতে আলিয়া ও রণবীর ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, নাগার্জুন ও মৌনি রায়। অতিথি চরিত্রে দেখা যেতে পারে শাহরুখ খানকে। আগামী সেপ্টেম্বরে মুক্তি পাবে করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারের এই ছবিটি।