অভিনয়ের টানে চাকরি ছেড়ে দিয়েছিলেন যে ৪ নায়িকা

অভিনয়ের টানে চাকরি ছেড়ে দিয়েছিলেন যে ৪ নায়িকা

অনলাইন ডেস্ক :

ইন্ডাস্ট্রিতে বহু স্বপ্ন নিয়ে আসেন অনেক মানুষ। যদিও সবার স্বপ্ন পূরণ হয়না। তবে যাদের হয় তাদের আর পিছন ফিরে তাকাতে হয় না। শুধুমাত্র অভিনয়ের টানে নিশ্চিত চাকরি ছেড়ে চলে এসেছিলেন এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছে। একটা সময় যে কয়েকজন অভিনেত্রী ঝুঁকি নিয়ে শুধুমাত্র অভিনয়ের টানে চাকরি ছেড়ে চলে এসেছিলেন তারা হলেন, পরিণিতা চোপড়া, আমিশা প্যাটেল, সোনাক্ষী সিনহা ও দীপিকা পাড়ুকোন।

পরিণিতা চোপড়া: পড়াশোনায় বরাবরই ভাল ছিলেন পরিণীতি চোপড়া। তিনি লন্ডন থেকে ইকোনোমিক্স ও ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছিলেন। কলেজের পাঠ চুকিয়ে যশ রাজ ফিল্মসের মার্কেটিং বিভাগে কাজ শুরু করেছিলেন এই বলিউড নায়িকা। অভিনয়ের জন্য পরে ছাড়েন সফল ক্যারিয়ার।

আমিশা প্যাটেল: অর্থনীতিতে স্নাতক আমিশা পড়াশোনায় বরাবরই ভাল ছিলেন। গোল্ড মেডেল নিয়ে কলেজ পাশ করে ইকোনমিক অ্যানালিসিস্টের কাজ করতেন আমিশা। কিন্তু অভিনয়ের জন্য ছেড়েছিলেন সফল পেশা।

সোনাক্ষী সিনহা: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা নিজের লুক ও অভিনয়ের পাশাপাশি তাদের ড্রেসিং সেন্সের কারণেও বেশ আলোচনায় থাকেন। তিনি ডিজাইনিং নিয়ে পড়াশোনা করে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলেন। ডিজাইন জগতে ছিল নিশ্চিত ক্যারিয়ার। কিন্তু তা না করে অভিনয় জগতে পা রাখেন।

দীপিকা পাড়ুকোন: বাবা প্রকাশ পাড়ুকোন আন্তর্জাতিক স্তরের ব্যাডমিন্টন খেলোয়া়ড়। ছোট থেকেই খেলার আবহে বড় হয়ে ওঠা দীপিকাও ব্যাডমিন্টনে যথেষ্ট চৌখস। কিন্তু অভিনয়ের টানে খেলাকে খুব একটা আমল দেননি তিনি। তবে জাতীয় স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড়ও ছিলেন দীপিকা। কিন্তু সেই খেলোয়াড়ি ক্যারিয়ার ছেড়ে দিয়ে অভিনয় জীবনে পা রাখেন দীপিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *