অনলাইন ডেস্ক :
বর্তমান সময়ের অভিনেত্রী রুবিনা আলমগীর। নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন। এবার জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের শ্রোতাপ্রিয় ‘তোমারও দুনিয়া দেখিয়া শুনিয়া’ গানটি কণ্ঠে তুললেন। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। সম্প্রতি রাজধানীর বেশ কয়েকটি স্থানে দৃশ্যধারণের কাজ হয়েছে।
রুবিনা আলমগীর বলেন, ‘সাবিনা ইয়াসমিনের প্রতি ভালো লাগা আর ভালোবাসার কারণেই খুব ছোটবেলায় গানের ভুবনে পথচলা। সংগীত একটি গুরুমুখী বিদ্যা ও সাধনার বিষয়; শৈশবে গানকে নিজের ভালোলাগা আর ভালোবাসার জায়গায় স্থান দিয়েছি। প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিনের গান গাওয়ার শখ আমার অনেক দিনের; কতটুকু গাইতে পেরেছি তা বিচার করবেন শ্রোতারা।’
‘এত বড় মাপের একজন গুণী শিল্পীর গান গাওয়া আমার মতো নগণ্য মানুষের জন্য দুঃসাহসই বটে। সংগীতে তিনি আমার আইডল। আর সবাই তার আইডলকেই অনুসরণ করে। আসন্ন দুর্গাপূজায় গানটি আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। দর্শক-শ্রোতারা গানটি কতটা গ্রহণ করে তার অপেক্ষায় আছি। তবে দর্শক-শ্রোতাদের ভালোবাসা ও সমর্থন পেলে ক্যারিয়ার নিয়ে সফলতার পথে এগিয়ে যাব বলে আমার বিশ্বাস।’ বলেন রুবিনা আলমগীর।
পূজায় ‘তোমারও দুনিয়ায় দেখিয়া শুনিয়া’ গানের মিউজিক ভিডিও ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে রুবিনা আলমগীরের আরো তিনটি মিউজিক ভিডিও। তা ছাড়াও রুবিনা অভিনীত ‘বাজি’ ও ‘কবি’ নামের দুটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে।