অভিনয়ে অভিষেক হচ্ছে গায়িকা ডুয়া লিপার

অভিনয়ে অভিষেক হচ্ছে গায়িকা ডুয়া লিপার

হেনরি ক্যাভিল, ব্রাইস ডালাস হাওয়ার্ড, ব্রায়ান ক্র্যানস্টন এবং স্যামুয়েল এল. জ্যাকসনের মত তারকাদের নিয়ে ব্রিটিশ নির্মাতা ম্যাথিউ ভন ‘আরগাইল’ নামে একটি স্পাই থ্রিলার নির্মাণ করতে যাচ্ছেন। এই ফিল্মটি দিয়েই ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার অভিনয়ে অভিষেক হবে। ফিল্মটিতে আরও অভিনয় করবেন স্যাম রকওয়েল, ক্যাথরিন ও’হারা এবং জন সেনা। মার্ভের ব্যানারে নিজের প্রযোজনায় ভন বিশাল বাজেটের ফিল্মটি কাজ শুরু করবেন আগস্টে। এলি কনওয়ের প্রকাশিতব্য উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মিত হবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অন্যান্য দেশের পটভূমিতে এই সিরিজে প্রথমে তিনটি চলচ্চিত্র নির্মিত হবে। পেঙ্গুইন র‌্যান্ডম হাউস কনওয়ের উপন্যাসটি আগামী বচর প্রকাশ করবে। জেসন ফাক্স চিত্রনাট্য লিখছেন। ভন বর্তমানে তার ‘কিংসম্যান’ সিরিজের প্রিকুয়েল ‘দ্য কিংস ম্যান’-এর মুক্তির প্রতীক্ষায় আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *