বিনোদন ডেস্ক :
শখের বশে শোবিজে যাত্রা শুরু করেন অভিনেত্রী মৌরি সেলিম। বেশ কয়েক বছর ধরে নিয়মিতই কাজ করছিলেন তিনি। কিন্তু হুট করেই অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন এই অভিনেত্রী। বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) ফেসবুকে মৌরি সেলিম নিজেই এই ঘোষণা দেন। এখন থেকে অভিনয় বা মডেলিং কোনোটাই আর করবেন না বলে জানিয়েছেন তিনি। মৌরি লেখেন, ‘চিরদিনের জন্য মিডিয়াকে বিদায় জানাচ্ছি। এখন আমি আমার নিজের ব্যক্তিগত জীবন আর আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি! সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহর রহমতে সবসময় সুস্থ থাকি, ভালো থাকি।’ তিনি আরও জানান, তার পরিবার খুবই ধার্মিক। তারাও চায় না শোবিজে মৌরি কাজ করুক। সবকিছু ভেবেই সিদ্ধান্তটা নিয়েছেন তিনি। এখন পরিবারকে সময় দিচ্ছি এবং নিয়মিত নামাজ পড়ছেন এই অভিনেত্রী। এখন থেকে পারিবারিক ব্যবসা দেখাশোনা করবেন তিনি।