অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন কারিনা!

অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন কারিনা!

অনলাইন ডেস্ক :

হৃতিক রোশন এবং কারিনা কাপুর খান দুইজনেই বলিউডের জনপ্রিয় তারকা। এক সময়ে এই দুইজনের সম্পর্ক নিয়ে নিয়মিত চর্চা হতো। কারিনা কাপুর তখনও ‘খান’ হয়ে ওঠেননি। তবে হৃতিক ছিলেন বিবাহিত। গুঞ্জন রয়েছে, হৃতিকের প্রেমে কারিনা এতটাই মগ্ন ছিলেন যে নিজের প্রায় সব কিছুই ভুলতে বসেছিলেন। হৃতিকের জন্য অভিনয় পর্যন্ত ছেড়ে দিতে রাজি ছিলেন এই অভিনেত্রী। ২০০১ সালে করন জোহর পরিচালিত ‘কভি খুশি কভি গম’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন হৃতিক-কারিনা। এরপরই তাদের কাছে আসার গল্প শুরু হয়। যদিও পরবর্তীকালে কারিনা অবশ্য এই সব কিছুকেই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছিলেন। সেই সময় এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, আমার খুব চিন্তা হতো এই ভেবে যে এই গুঞ্জন হৃতিকের দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। অবশ্য পরে আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি কারিনা-হৃতিককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *