অনলাইন ডেস্ক :
ফের সুসময় যাচ্ছে অর্জুন কাপুরের বলিউডে। ক্যারিয়ারে মুক্তির প্রথম সপ্তাহান্তে ৫ম সর্বোচ্চ আয় করলো তার নয়া সিনেমা ‘এক ভিলেন রিটার্নস’।
বলিউড হাঙ্গামার বার্তা অনুযায়ী, ২৯ জুলাই মুক্তি পেয়েছে মোহিত সুরির পরিচালনায় সিনেমা ‘এক ভিলেন রিটার্নস’। এতে অর্জুন ছাড়াও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম, দিশা পাটানি ও তারা সুতারিয়া। মুক্তির দিন সংগ্রহ করে ৭.০৫ কোটি রুপি। বক্স অফিসে বেশ ভালো সংগ্রহ করছে সিনেমাটি। এক টুইট বার্তায় চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ জানিয়েছে, তিন দিনে সিনেমাটির মোট সংগ্রহ ২৩.৫৪ কোটি রুপি। তার হিসাবে—শুক্রবার ৭.০৫ কোটি, শনিবার ৭.৪৭ কোটি, রোববার ৯.০২ কোটি; মোট সংগ্রহ ২৩.৫৪ কোটি রুপি। বলিউড হাঙ্গামা আরও বলছে, প্রথম সপ্তাহান্তে বক্স অফিসে ‘এক ভিলেন রিটার্নস’ অর্জুন কাপুরের পঞ্চম সর্বোচ্চ সংগ্রাহক। এর আগে, তার চার সর্বোচ্চ সংগ্রাহক (প্রথম সপ্তাহ): গুন্ডে ৪৩.৯৩ কোটি রুপি, টু স্টেটস ৩৯.০৬ কোটি রুপি, হাফ গার্লফ্রেন্ড ৩২.০৪ কোটি রুপি ও কি অ্যান্ড কা ২৫.২৩ কোটি রুপি।