অনলাইন ডেস্ক :
বর্তমানে কলকাতার টক অব দ্য টাউন তৃণমূলের সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ মডেল অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ অর্থ।
দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সন্দেহ করছে একাধিক ভুয়া কোম্পানি তৈরি করে অর্পিতা টাকা সরাতেন। তদন্তকারীদের দাবি, সেই অ্যাকাউন্টগুলোও চিহ্নিত করে ফেলেছেন তারা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অফিসারয়া অর্পিতার এমন অন্তত তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পেয়েছেন, যেখানে অন্তত ২ কোটি রুপি আছে।
ওই সব অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ বা জব্দ করার প্রক্রিয়াও শুরু করেছে ইডি। গত শনিবার পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। ওই দিনই গ্রেফতার করা হয় অর্পিতাকেও। তার আগের রাতেই যদিও অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি রুপি উদ্ধার করে ইডি। এরপর তার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে বুধবার রাতে উদ্ধার হয় প্রায় ২৮ কোটি। সঙ্গে সোনা-রুপার বাট, কয়েন, গহনাও। সেখানেই শেষ নয়। নগদ অর্থ-সম্পদের পাশাপাশি এবার ব্যাংকে থাকা বিপুল অর্থেরও সন্ধান পেল ইডি।