অসুস্থতা আল্লাহর নেয়ামতঃ রাজ রিপা

অসুস্থতা আল্লাহর নেয়ামতঃ রাজ রিপা

বিনোদন ডেস্কঃ

সাম্প্রতিক সময়ে যে ক’জন নবাগতা চলচ্চিত্রে এসেছেন তাদের মধ্যে রাজ রিপা অন্যতম। দর্শকপ্রিয় নির্মাতা ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ ছবির মাধ্যমে একক নায়িকা হিসেবে পর্দায় দেখা যাবে তাকে। দুঃসাহসী দৃশ্যে ডামি ছাড়া অভিনয় করে সংশ্লিষ্টদের বাহবা পেয়েছেন। ঠান্ডা পানিতে ঝাঁপ দিয়েছেন শৈত্যপ্রবাহ গায়ে মেখে। আগুনে খেয়েছেন গড়াগড়ি। শুটিংয়ের বাইরেও কিছু কসরত করতে দেখা যায় তাকে। যার ছবি ছাড়েন অন্তর্জালে। এসব কারণে ছবি মুক্তির আগেই আলোচনায় এই ‘অলরাউন্ডার’ নায়িকা।

বর্তমান খুলনায় নিজ বাড়িতে অবস্থান করছেন তিনি। দীর্ঘপথ জার্নির ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি।

আলাপকালে নজর২৪ এর বিনোদন প্রতিবেদক রবিউল ইসলামকে বলেন- আমার এখন অনেক ওজন কমানো দরকার। তাই ডায়েট কন্ট্রোল করছি।কিন্তু ডায়েট কন্ট্রোল সেই সাথে দীর্ঘ যাত্রাপথ পাড়ি দিয়ে অসুস্থ হয়ে পড়ি। প্রেসার লো হয়ে যায়।

রাজ রিপা যোগ করে বলেন- আসলে অসুস্থতা আল্লাহর নেয়ামত। আমি এর আগেও অসুস্থ হয়েছি।সেসময় স্লাইন শেষ সময়ে স্পিড বারিয়ে দেই।এর আগে সমস্যা হয় নি। তবে এবার সেম কাজ করার পরে আরও বেশি অসুস্থ হয়ে পড়ি। পরিবার থেকে চিকিৎসা করায়। সুস্থ হয়ে যাই। অসুস্থতা থেকে রিয়েলাইজ হয় আমি যদি আজ একা থাকতাম তাহলে হয়তো সুন্দর পৃথিবীর আলো আর দেখতাম না।এর আগেও এমন করে বেচে গেছি।এবার রক্ষা হল না।পরিবারের উছিলায় সুস্থ হয়ে যাই।

এদিকে মুক্তি সিনেমা নিয়ে পড়ে নেই রিপা। জন্মদিনে নির্মাতা সোহেল রানা বয়াতির নাম চুড়ান্ত না হওয়া একটি সিনেমায় চুক্তি বদ্ধ হন তিনি। তবে চরিত্রের নাম “ময়না”। কবি,ঔপন্যাসিক,ভাষাবিজ্ঞানী,সমালোচক, গবেষক এবং অধ্যাপক হুমায়ুন আজাদের উপন্যাস ‘১০,০০০, এবং আরো ১টি ধর্ষণ’ অবলম্বনে নির্মিত হবে সিনেমাটি। সাহিত্যিকের পরিবারের কাছ থেকে লিখিত অনুমতিও নিয়েছেন নির্মাণসংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *