বিনোদন ডেস্ক :
ফোক গানের জনপ্রিয় শিল্পী অসুস্থ শারমিন আক্তারের পাশে দাঁড়িয়েছে, বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি। ঢাকা মেডিকেলে ভর্তি শারমিনের সুচিকিৎসায় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বর্তমানে। বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে, আরটিভি সে ব্যবস্থা নেবে বলে শারমিনের বাবাকে আস্বস্ত করেছেন, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। এমন দরদি কণ্ঠের শিল্পী শারমিন আক্তার এখন জীবনযুদ্ধে দিন পার করছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায়। থাইরয়েডের সমস্যা থেকে শারমিনের শরীরে বাসা বেঁধেছে নানান জটিলতা। ক্রমশ তার অবস্থা সংকটাপন্ন হচ্ছে। শারমিনের শারীরিক অবস্থার খবর নিতে, সোমবার ২২ (নভেম্বর) রাতে ঢাকা মেডিকেলে ছুটে যান আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান। শারমিনের বর্তমান শারীরিক অবস্থার বর্ণনা করেন তার বাবা বাউলশিল্পী হুমায়ুন কবির। এমন সময়ে আর্থিকভাবে আরটিভি শারমিনের পাশে থাকবে বলে, তার বাবাকে আশ্বাস দেন সৈয়দ আশিক রহমান।