অস্কারে বাজিমাত ‘ডুন’ সিনেমা

অস্কারে বাজিমাত ‘ডুন’ সিনেমা

অনলাইন ডেস্ক :

অস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছে একাডেমি অ্যাওয়ার্ডস। এ বছর বাজিমাত করে দিয়েছে ডুন সিনেমা। তিনবছর পর স্বাভাবিক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এই পুরস্কারের বিজয়ীদের হাতে তুলে দেয়া হয়েছে। হলিউডের ডলবি থিয়েটারে চোখ ধাঁধানো এক আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় পুরস্কার। সব সময়ের মতো এবারও লাল গালিচা মাড়িয়ে তারকারা প্রবেশ করেছেন মিলনায়তনে। অস্কার পেলেন যারা- বেস্ট সাউন্ড: ‘ডুন’। বেস্ট ডকুমেন্টারি: শর্ট সাবজেক্ট ‘দ্য কুইন অব বাস্কেটবল’। সেরা ডকুমেন্টারি: ‘সামার অব সোল’। বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম: ‘দ্য উইন্ডশিল্ড উইপার’। সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম: ‘দ্য লং গুডবাই’। সেরা অরিজিনাল স্কোর ‘ডুন’-এর জন্য হ্যানঝ জিমার। বেস্ট ফিল্ম এডিটিং: ‘ডুন’-এর জন্য জো ওয়াকার। বেস্ট প্রোডাকশন ডিজাইন: ‘ডুন’। বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ারস্টাইল: ‘দ্য আইজ অব টেমি ফে’। পার্শ্ব চরিত্রের সেরা অভিনেত্রী: আরিয়ানা ডিবোস, ছবি ‘ওয়েস্ট সাইড স্টোরি’। পার্শ্ব চরিত্রের সেরা অভিনেতা: ট্রয় খটসর, ছবি ‘কোডা’। বেস্ট সিনেমাটোগ্রাফি: ‘ডুন’-এর জন্য গ্রেগ ফ্রাসার বেস্ট ভিজ্যুয়াল ইফেক্টস: ‘ডুন’। বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ‘এনকান্টো’ বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার: ‘ড্রাইভ মাই কার’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *