অস্কার না পেলেও ‘অবিশ্বাস্য’ সব আয়োজন থাকছে মনোনয়নপ্রাপ্তদের জন্য

অস্কার না পেলেও ‘অবিশ্বাস্য’ সব আয়োজন থাকছে মনোনয়নপ্রাপ্তদের জন্য

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসতে চলেছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক ও আকর্ষণীয়, অস্কার পুরস্কার প্রদানের আসর। অস্কার অনুষ্ঠানে পুরস্কারের বাইরেও সেখানে তারকারা কী খাবেন, কী গিফট পাবেন এসব জানতে মুখিয়ে থাকেন অনেকে। প্রতিবারের মতো এবারো থাকছে জম্পেশ খাবারের আয়োজন। গত ২৮ বছর ধরে অস্কার আসরের অতিথিদের জন্য রান্না করছেন শেফ ওল্ফগ্যাং পাক। এবার তার সঙ্গে যোগ দিয়েছেন নিউ ইয়র্ক কেন্দ্রিক শেফ দল ঘেটো-গ্যাস্ট্রো। জানা গেছে, এবারের খাবার মেন্যুতে নতুনত্ব রাখা হয়েছে। তবে নতুন নানা পদের পাশাপাশি থাকছে স্মোকড স্যামন ফিশে, স্পাইসি টুনা কোন, ফ্রাইড চিকেন, স্পাইসি সোভেরেইন সিরাপের সঙ্গে ওয়াফেল, কর্নব্রেড দিয়ে কাঁকড়া ও ক্যাভিয়ার, ক্রিসপি কোকোনাট রাইস-এর মতো জনপ্রিয় অনেক খাবার। এখানেই শেষ নয়, যোগ হচ্ছে মজার সব পানীয়। অতিথিদের জন্য রাখা হবে স্যাম্পেইন ফেউর দি মিরাভ্যাল, লিমিটেড এডিশনের ফ্রান্সিস ফোর্ড কোপলা ওয়াইন ও টাকিলা ডন জুলিও। ডেজার্টের তালিকায় আছে, চকলেট সি সল্ট অস্কার একলেয়ার, গ্রেপ ফ্রুট পান্না কোটা, ম্যাকারনসহ আরো অনেক কিছু। অস্কার না জিতলেও মনোনয়নপ্রাপ্ত তারকাদের খালি হাতে ফিরতে হবে না। প্রত্যেকের জন্য থাকছে অস্কার গিফট ব্যাগ। এ বছরের গিফট ব্যাগে থাকছে ১ লাখ ৪০ হাজার ডলার মূল্যের উপহার। জানা গেছে, এ বছর উপহারের মধ্যে আছে স্কটিশ ক্যাসলে তিন রাত থাকার সুযোগ (৫০ হাজার ডলার) এবং চার রাত ক্যালিফোর্নিয়ার স্পা রিসোর্ট গোল্ডেন ডোর-এ থাকার সুযোগের (১৫ হাজার ছয়শ ডলার) মতো বিলাসবহুল উপহার। এছাড়াও থাকছে ৯ ডলার মূল্যের প্ল্যান্ট বেজড স্টেইন রিমুভার, ১৫ ডলারের চিরুনির মতো কম মূল্যের উপহার। এছাড়াও থাকছে নানা ধরণের স্কিনকেয়ার প্রোডাক্ট, ক্রুয়েলিটি ফ্রি কসমেটিকস। তারকাদের বাড়িয়ে গিয়ে তাদের প্রশিক্ষণ দেবেন ফিটনেস লিজেন্ড ডিয়েগো সেবাস্তিয়ান-এটিও পুরস্কারের মধ্যে একটি। সামুদ্রিক জীব বৈচিত্র্য রক্ষার দাবি নিয়ে তৈরি পোস্ট কার্ডও থাকছে গিফট ব্যাগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *