অনলাইন ডেস্ক :
স্বাস্থ্য কমানোর ওষুধের অস্বাস্থ্যকর বিজ্ঞাপনে অংশ নেয়ায় চায়নিজ নায়িকা জিং তিয়ানকে কোটি টাকা জরিমানা করেছে সে দেশের সরকার। মালয়েশিয়ান গণমাধ্যম দ্য স্টার জানিয়েছে, স্বাস্থ্য কমানোর ওষুধের ওই বিজ্ঞাপনে দাবি করা হয়েছে, তাদের ফল ও সবজি দিয়ে তৈরি ক্যান্ডি শরীরে তেল, চর্বি ও চিনি প্রতিরোধক হিসেবে কাজ করে। জনপ্রিয় ই-কমার্স সাইট আলিবাবা এবং জেডি ডটকমের মতো অনলাইন শপগুলোতেও প্রদর্শিত হয়েছে ৩৩ বছর বয়স্ক ওই নায়িকার বিজ্ঞাপনচিত্রটি। যেখানে তাকে খাবার গ্রহণের পর মানুষকে ওই ক্যান্ডি খেতে উৎসাহিত করতে দেখা গেছে। চীনের গুয়ানঝাঁও কর্তৃপক্ষের দাবি, ওই বিজ্ঞাপন চিত্রে ভুল তথ্য উপস্থাপিত হয়েছে, যা স্পষ্টতই আইন লঙ্ঘন। এ কারণেই ৭.২২ মিলিয়ন ইয়ান বা প্রায় ১ কোটি টাকা জরিমানা করা হয়েছে জিং তিয়ানকে। একই সঙ্গে দেশের অন্য তারকাদেরও বিভিন্ন বিজ্ঞাপনচিত্র পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে তারা।