‘অ্যানিমেল’ সিক্যুয়েলে রণবীরের প্রতিপক্ষ ভিকি

‘অ্যানিমেল’ সিক্যুয়েলে রণবীরের প্রতিপক্ষ ভিকি

অনলাইন ডেস্ক :

গত বছর রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। সিনেমাটি ঘিরে বছরজুড়ে দর্শক প্রত্যাশা ছিল অনেক। তবে মুক্তির পর এটি বক্স অফিসে এমন দাপট দেখাবে, তা হয়তো কেউ ভাবেনি। গত বছর শাহরুখ খানের পেছন পেছন হাজার কোটি ক্লাবের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ‘অ্যানিমেল।’ বিশ্বব্যাপী ৯১৭ কোটির মতো আয় তুলে নিয়েছে সন্দীপ ভাঙা রেড্ডি পরিচালিত সিনেমাটি। সেই সঙ্গে আভাস দিয়ে রেখেছে, আবারও পর্দায় আসবে অ্যানিমেল। অ্যানিমেল-এর প্রথম পর্বেই আভাস দেওয়া ছিল যে, এর সিক্যুয়েল আসতে চলেছে। পরিচালক সন্দীপও সেটা নিশ্চিত করেছেন। টাইমস অফ ইন্ডিয়াকে তিনি জানান, ‘এটি অ্যানিমেলের চেয়ে বড় এবং বন্য হতে চলেছে। ‘অ্যানিম্যাল’ ব্লকবাস্টার হওয়ার পর থেকেই এর সিক্যুয়েল নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। এবার সিনেমাটি প্রসঙ্গে জানা গেল নতুন সংবাদ। প্রতিবেদন অনুসারে, অ্যানিমেলের সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ আরও বেশি অ্যাকশনে ভরপুর হতে চলেছে। এবার এতে রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে ভিকি কৌশলকে। অ্যানিমেল পার্কে রণবীর বনাম রণবীর লড়াই হতে যাচ্ছে। একজন নায়ক, আরেকজন খলনায়ক। আর এবার ‘অ্যানিম্যাল ২’-এর গল্পে যোগ হলো নতুন খলনায়ক ভিকি কৌশলের নাম। সূত্র বলছে, অ্যানিমেলে নায়ক রণবীরের বিপরীতে রাশ্মিকা মান্দানাই থাকছেন। তবে এবার যোগ হবে আরেক নতুন নায়িকা। আর তিনি হলেন মালবিকা মোহন। জানা যাচ্ছে, ২০২৬ সাল থেকেই শুটিং শুরু করবেন ভিকি ও রণবীর। ধুন্ধুমার অ্যাকশনে এবার আরও রক্তের খেলায় যোগ দেবেন দর্শকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *