অনলাইন ডেস্ক :
দীর্ঘ সময়ের পর রূপালি পর্দায় ফিরছেন অভিনেতা রণবীর কাপুর। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘অ্যানিমেল’। ছবিতে রণবীরের বিপরীতে অভিনয় করবেন রাশমিকা মান্দানা।
সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকা জানিয়েছেন, ঘোষণার পর থেকেই ছবি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত। সবাইকে জানানোর জন্য অধীর আগ্রহে ছিলেন। তার মতে, শুধু ছবির গল্পই অসাধারণ নয়, একটি অসাধারণ দলের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি। এইটা তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো’।
রণবীর-রাশমিকা ছাড়াও এই সিনেমায় থাকছেন অনিল কাপুর এবং ববি দেওল। ‘অ্যানিমেল’ পুরোপুরি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। ছবিতে রণবীরের বাবার ভূমিকায় থাকছেন অনিল কাপুর। খলনায়কের চরিত্রে থাকছেন ববি দেওল। রণবীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন রাশমিকা।
শেষবার ‘পুষ্পা ২’ সিনেমায় আল্লু অর্জুনের বিপরীতে দেখা গিয়েছে রাশমিকাকে। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে ‘মিশন মজনু’ সিনেমাতেও অভিনয় করবেন তিনি। অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, পাভেল গুলাটির সঙ্গে ‘গুডবাই’ সিনেমাতেও দেখা যাবে রাশমিকাকে। এ গরমেই রণবীরের সঙ্গে ‘অ্যানিমেল’-এর শ্যুটিং শুরু করবেন তিনি। বলাই যায়, বলিউডের একগুচ্ছ প্রজেক্ট রয়েছে রাশমিকার হাতে।
সূত্র : হিন্দুস্থান টাইমস