অ্যাভাটারের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ আসছে ২০২৫-এ

অ্যাভাটারের তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ আসছে ২০২৫-এ

অনলাইন ডেস্ক :

অ্যাভাটার সিরিজের দ্বিতীয় সিনেমা ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তি পেয়েছিল ২০২২-এর বড়দিনের মৌসুমে। প্রথম পর্বের মতো এটি নিয়েও দর্শকদের উন্মাদনা ছিল অবাক করার মতো। এরপর থেকেই ‘অ্যাভাটার থ্রি’র অপেক্ষা। জেমস ক্যামেরন অবশেষে ভক্তদের জানালেন ‘অ্যাভাটার থ্রি’র নাম। ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজের তৃতীয় সিনেমার নাম ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। সিনেমার কোনো ফুটেজ দেখা না গেলেও ক্যামেরন সামাজিক মাধ্যমে সিনেমার কনসেপ্ট শেয়ার করেছেন। দেখা গেছে নেইতিরি আগুনের মাঝে নাচছেন। ক্যামেরন বলেছেন, ‘এই সিনেমায় এমন কিছু দেখতে চলেছেন দর্শকরা, যা আগে কখনো দেখা যায়নি।’ নির্মাতার মতে, দর্শকের প্রিয় চরিত্রগুলোকে আরও কঠিন লড়াই করতে দেখা যাবে ছবিতে। অ্যাভাটারের দ্বিতীয় কিস্তি ‘দ্য ওয়ে অব ওয়াটার’র শুটিংয়ের পরপরই তৃতীয় পর্বের শুটিং করে ফেলেছেন পরিচালক। ক্যামেরন জানিয়েছেন এই ছবিতে দ্বিতীয় পর্বের চেয়েও বেশি নৃশংসতা ও ক্ষমতার লড়াই দেখানো হবে। ২০২৫ সালের ১৯ ডিসেম্বর আসবে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। অ্যাভাটার ফোর আসবে ২০২৯ সালের ২১ ডিসেম্বর। আর অ্যাভাটার ফাইভ দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে ২০৩১ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *