‘অ্যাভাটার ৩: ফায়ার অ্যান্ড অ্যাশ’— দীর্ঘতর সময়ের গল্প

‘অ্যাভাটার ৩: ফায়ার অ্যান্ড অ্যাশ’— দীর্ঘতর সময়ের গল্প

অনলাইন ডেস্ক :

জেমস ক্যামেরুন পরিচালিত ‘অ্যাভাটার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি Avatar: Fire and Ash মুক্তি পাচ্ছে ২০২৪ সালের ১৯ ডিসেম্বর। আগের দুটি সিনেমা বিশ্বব্যাপী আয়ের রেকর্ড গড়ার পর, নতুন এ পর্ব নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে।

সিনেমাটির দৈর্ঘ্য আগের তুলনায় দীর্ঘ হতে যাচ্ছে। প্রথম ‘অ্যাভাটার’ ছিল ১৬২ মিনিট, দ্বিতীয়টি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ছিল ১৯২ মিনিট, আর তৃতীয় কিস্তি আরও কিছুটা বড় হবে বলে জানিয়েছেন ক্যামেরুন। তার মতে, গল্পের গভীরতা বাড়ানোর জন্য সময় বাড়ানো হয়েছে, যাতে চরিত্রগুলো আরও স্পষ্টভাবে ফুটিয়ে তোলা যায়।

চিত্রনাট্যকার আমান্ডা সিলভার জানিয়েছেন, এই সিনেমা শুধুমাত্র ভিজ্যুয়াল ও অ্যাকশনের ওপর নির্ভর করবে না, বরং চরিত্রগুলোর গভীর বিশ্লেষণের মাধ্যমে নতুন অভিজ্ঞতা দেবে। ডিজনি ডি ২৩ এক্সপোতে সিনেমাটির অফিসিয়াল টাইটেল ও কনসেপ্ট আর্ট প্রকাশ করা হয়, যেখানে নাভিদের নতুন জনগোষ্ঠী Ash People-এর পরিচয় মেলে।

এবারের কিস্তিতে প্যান্ডোরার এমন কিছু অংশ দেখানো হবে, যা আগে কখনও দেখা যায়নি। সিনেমাটিতে অভিনয় করেছেন জো সালদানা, কেট উইন্সলেট, সিগর্নি ওয়েভার, স্টিফেন ল্যাংসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *