‘অ্যাভেঞ্জার্স’-এ ভিলেন হয়ে আসছেন রবার্ট ডাউনি জুনিয়র

‘অ্যাভেঞ্জার্স’-এ ভিলেন হয়ে আসছেন রবার্ট ডাউনি জুনিয়র

অনলাইন ডেস্ক :

মার্ভেলের দুনিয়ায় ফিরে আসছেন হলিউডের অস্কারজয়ী অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। অ্যাভেঞ্জার্স সিরিজের নতুন দুই সিনেমায় খল চরিত্রে দেখা যাবে তাকে। আর এর জন্য তিনি নিচ্ছেন আকাশচুম্বী পারিশ্রমিক সহ নানা বিলাসবহুল সুযোগ সুবিধা। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ এবং ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ারস’-এর জন্য রুশো ব্রাদার্স পাচ্ছেন ৮০ মিলিয়ন ডলার, অর্থাৎ ৯০০ কোটি রুপির বেশি। রবার্ট ডাউনি জুনিয়র এই দুই নির্মাতার চেয়েও বেশি পারিশ্রমিক পাবেন বলে জানা গেছে। সাথে পাবেন প্রাইভেট জেটে ভ্রমণ, সার্বক্ষণিক নিরাপত্তা সহ নানা সুবিধা। রবার্ট ডাউনি জুনিয়র মার্ভেলের সবচেয়ে বেশী পারিশ্রমিক পাওয়া অভিনেতা। আয়রনম্যান চরিত্রে অ্যাভেঞ্জার্স ফ্র্যাঞ্চাইজের চার ছবিতে অভিনয়ের জন্য তিনি ৫০০ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিয়েছিলেন বলে শোনা গেছে। ডাউনিকে এ দুই সিনেমায় পাওয়া যাবে গল্পের প্রধান ভিলেন ‘ডক্টর ভিক্টর ভন ডুম’ চরিত্রে, যা ডক্টর ডুম নামে পরিচিত। এই ফ্যান্টাস্টিক ফোর ভিলেনের চরিত্রে এর আগে দেখা গিয়েছিল টবি কেবেলকে। তুখোড় বুদ্ধিমান কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন ডক্টর ডুম। তার সবচেয়ে ভয়ানক অস্ত্র হলো তার মেধা। পৃথিবীতে তার মতো বুদ্ধিমত্তা খুব কম মানুষের আছে। মেধা দিয়ে তিনি অ্যাডভান্সড টেকনোলোজি ব্যবহার করে ঐশ্বরিক শক্তিধর হয়ে ওঠেন। তাকে টেক্কা দেয়ার সাহস বা ক্ষমতা নেই কারও। এই দুই সিনেমার একটি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’; মুক্তি পাবে ২০২৬ সালের মে মাসে। অন্যটি ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ারস’; যা প্রেক্ষাগৃহে আসবে ২০২৭ সালের মে মাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *