অনলাইন ডেস্ক :
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের দামি একটি গাড়ির কাঁচ কালো হওয়ায় হায়দরাবাদে রাস্তায় গাড়িটিকে আটকায় পুলিশ। এরপরই আইন ভঙ্গের কারণে এই অভিনেতাকে ৭০০ রুপি জরিমানা করা হয়।
প্রভাবশালী অভিনেতা হলেও আইনের কাছে ঠিকই ঝুঁকতে হলো এই অভিনেতাকে। আল্লুর মতোই নিয়ম-নীতি ভেঙে বেশির ভাগ তারকা এখনও তাদের গাড়ির কাঁচ কালো অথবা অন্য রঙের লাগান, যা ভারতীয় আইন বহির্ভুত। মূলত দুটি কারণে তারকারা আইন ভেঙে হলেও কালো রঙের গাড়ির কাঁচ লাগান।
প্রথমত, এতে গাড়ির ভেতরের ঠান্ডা বাইরে যাবে না। গাড়ি চট করে গরম হবে না। দুই, বাইরের মানুষ বুঝতে পারবেন না, ভেতরে কোনো তারকা রয়েছেন কি না।
বেশ কিছু দিন ধরেই বিষয়টি নজরে এসেছে হায়দরাবাদ পুলিশের। প্রশাসনিক পদক্ষেপ হিসেবে চোখে পড়লেই সঙ্গে সঙ্গে তারা রঙিন কাঁচ খুলে দিচ্ছেন। যত প্রভাবশালীই হোন না কেনো, ছাড় পাচ্ছেন না কেউই। এবার এর আওতায় এসেছেন আল্লু অর্জুনও।