অনলাইন ডেস্ক :
ছোট পর্দার এই প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। যেকোনো চরিত্রের সঙ্গে মিশে যেতে পারেন। বিভিন্ন সময়ে নতুন নতুন রূপে পর্দায় দেখা গেছে প্রভাকে। আসছে ঈদের বেশ কিছু নাটকে কাজ করেছেন তিনি। এসব নাটকের মধ্যে অন্যতম ‘লাইলি মজনুর পানের দোকান’।
জানা গেছে, এই নাটকে প্রভা পান বিক্রেতার চরিত্রে অভিনয় করেছেন। লাল শাড়ি পরে পান বিক্রি করেছেন তিনি। তাও আবার সাধারণ পান নয়, আগুন পান। তার চরিত্রের নাম লাইলি। সেজান নূরের রচনায় নাটকটি পরিচালনা করছেন তাইফুর জাহান আশিক।
নাটকটিতে প্রভার বিপরীতে মজনু রূপে থাকছেন দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এছাড়া আরও অভিনয় করেছেন মুকুল সিরাজ, ইকবাল, আনিসুল হক বরুণ, সূচনা শিকদার, আনোয়ারসহ অনেকে। ইতিমধ্যেই নাটকের একটি টিজার প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রভা ও মোশাররফ দু’জনই পানের দোকানদার। পান বিক্রি নিয়ে তাদের মধ্যে চলে প্রতিযোগিতা। এর মাঝেই নানা হাস্যরসাত্মক ঘটনার অবতারণা হয়। এবারের ঈদে হিয়া এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।