আজও একা সালমান, অন্যের বউ প্রেমিকারা

আজও একা সালমান, অন্যের বউ প্রেমিকারা

বিনোদন ডেস্ক :

ব্যক্তিগত জীবনে বলিউড সুপারস্টার সালমান খানের প্রেমিকার নামের তালিকাটা অনেক দীর্ঘ। কিন্তু কারো সঙ্গে আর গাঁটছড়া বাঁধা হয়নি তার। সালমানের বয়স এখন পঞ্চান্ন। ‘ব্যাচেলর’ তকমা নিয়েই খুশি তিনি। তবে এই তারকা বিয়ে না করলেও তার প্রাক্তনদের মধ্যে কেউ কেউ এখন অন্যের ঘরনি। তাদের নিয়েই এই প্রতিবেদন। ঐশ্বরিয়া-সালমানের প্রেমের খবর কারও অজানা নয়। ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার সেট থেকে তাদের প্রেমের সূচনা। তাদের নিয়ে বলিপাড়ায় অনেক চর্চা হয়েছে। কিন্তু এ সম্পর্ক একসময় ভেঙে যায়। সালমানের প্রেমিকার তালিকায় আরো একটি আলোচিত নাম সংগীতা বিজলানি। শোনা যায়, এই অভিনেত্রীর সঙ্গে বিয়ের পরিকল্পনাও করেছিলেন সালমান। শুধু তাই নয়, বিয়ের কার্ডও ছাপা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দেন সালমান। সালমানের জীবনে এসেছিলেন আরেক বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০০৫ সালে ভাই সোহেল খানের প্রযোজনায় ব্যবসাসফল সিনেমা ‘ম্যায় নে পেয়ার কিউ কিয়া’-তে সালমানের বিপরীতে অভিনয় করেন ক্যাটরিনা। তাদের মধ্যে প্রেমের সম্পর্কও তৈরি হয়। তবে একটা সময়ে গিয়ে তাদের প্রেম ভেঙে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *