আজব পোশাক পড়ে ভাইরাল বলিউড অভিনেত্রী

আজব পোশাক পড়ে ভাইরাল বলিউড অভিনেত্রী

অনলাইন ডেস্ক :

এতদিন বলিপাড়ায় আজব পোশাক পরার জন্য আলোচিত ছিলেন সোশাল মিডিয়ার ভাইরালকন্যা উরফি জাভেদ। তাঁর অদ্ভুত পোশাক দেখে বাঁকা চোখে অনেকেই তাকাতেন। এমনকী, এই কারণে তাঁকে নানান সময়, কটাক্ষের শিকারও হতে হয়েছে। তবে এবার উরফি নয়, বরং আজব পোশাক পরে কটাক্ষের শিকার হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভূমি পেন্ডেকর। এমনকী, তাঁকে শুনতে হল উরফি জাভেদের ক্লোন নামও। সম্প্রতি সোশাল মিডিয়ায় ভূমির একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, এক অ্য়াওয়ার্ড শোয়ে হাজির হয়েছেন ভূমি। তাঁর পরনে এক আজব পোশাক। পোশাকের উপরিভাগ, বুকের কাছে কাচের মতো স্বচ্ছ। আর তার মধ্যেই খেলা করছে দুই নকল সাপ! ভূমির এই ব্লাউজ নিয়ে নেটপাড়ায় ঠাট্টা শুরু। হঠাৎ এমন পোশাক পরার কেন শখ জাগল অভিনেত্রীর, সেই প্রশ্নেই এখন জেরবার তিনি। নিন্দুকরা বলছেন,শেষমেশ উরফি থেকেই আইডিয়া চুরি করতে হল! মাঝে মঝ্যেই সোশাল মিডিয়ায় বোল্ড লুকে ধরা দেন ভূমি পেড়নেকর। ভূমি পেড়নেকর যখন বলিউডে ডেবিউ করেন, তখন তাঁর ওজন ছিল ৯০ কেজি। প্রথম সিনেমার জন্য তিনি ৩০ কেজি বাড়িয়েছিলেন। তবে পরে কড়া ডায়েট চার্ট মেনে শরীর একেবারে মেদহীন করে ঝরঝরে চাবুক ফিগারে ধরা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *