নিউজ ডেস্ক :
দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে ফটোগ্রাফি করছেন দেশের স্বনামধন্য ফটোগ্রাফার আলিফ রিফাত। বাংলাদেশের মিডিয়ার অসংখ্য গুনী মিডিয়া ব্যক্তিত্ব, কিংবদন্তী শিল্পী-কলাকুশলী, জনপ্রিয় নায়ক-নায়িকার ছবি তুলেছেন তিনি। একেবারে কিশোর বয়স থেকে ফটোগ্রাফী পেশা তিনি বেছে নেন। তিনি দেশের জনপ্রিয় একজন ফটোসাংবাদিকও।
মিডিয়া সেক্টরে রিফাত ‘মোমেন্ট মাস্টার’ হিসেবে পরিচিত। তিনি ফটোগ্রাফি করতে গিয়ে নানান সময় অনেক গুনী মানুষের ছবি তুলেছেন এবং সেগুলো আর্কাইভ দিন দিন বড় হচ্ছে। শান্ত স্বভাবের চুপচাপ আলিফ রিফাতের আজ (২২ মার্চ) জন্মদিন। বিনোদন মেইলের পক্ষ থেকে দেশের এই মেধাবী ফটোগ্রাফারের প্রতি রইলো শুভ জন্মদিনের শুভেচ্ছা৷
রিফাত প্রচণ্ড পরিশ্রমী একজন ফটোগ্রাফার হওয়ায় সকল তারকাদের ভীষণ প্রিয় পাত্র তিনি। তার শুভ জন্মদিনে দেশের মিডিয়া অঙ্গনের অনেক বরেণ্য ব্যক্তিরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।