বিনোদন ডেস্ক :
দেশীয় সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম সারথী, শ্রদ্ধেয় অভিনেতা আসাদুজ্জামান নূর এর ৭৫তম জন্মদিন আজ। নাটকে অভিনয় করে অর্জন করেছেন আকাশছোঁয়া জনপ্রিয়তা। অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রেও। তবে বিগত এক দশক ধরে তিনি অভিনয়ে অনিয়মিত। রাজনীতিতে জড়িত হয়ে অভিনয়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। ‘বাকের ভাই’খ্যাত এই অভিনেতা এক থিয়েটারকর্মী থেকে হয়ে উঠেছেন অসাধারণ এক অভিনেতা। তিনি এখনও কালজয়ী হয়ে আছেন ‘বাকের ভাই’ চরিত্রে। ১৯৪৬ সালের ৩১ অক্টোবর নীলফামারী জেলায় জন্মগ্রহণ করেন আসাদুজ্জামান নূর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন অনেক দিন।