বিনোদন ডেস্ক :
তরুণ প্রজন্মের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন নতুন একটি ওয়েব সিরিজ নির্মাণ করছেন। ওয়েব সিরিজেটির নাম ‘ট্যুর’। আট পর্বের এই ওয়েব সিরিজে অভিনয় করবেন এ সময়ের জনপ্রিয় মুখ রাশেদ মামুন অপু ও লাক্স তারকা সেমন্তি সৌমি, শাকিলা পারভিন প্রমুখ। মানসিক ভারসাম্যহীন ও ভ্রমণপিপাসু এক খুনির গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ট্যুর’। দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত হচ্ছে ওয়েব সিরিজেটি। এ প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন বলেন, তুরস্কেই সম্পূর্ণ ওয়েব সিরিজের শুটিং করব আমরা। পরিকল্পনা আছে ২০ দিনে শুটিং শেষ করার। গল্পের প্রয়োজনেই তুরস্কে শুটিং করতে যাচ্ছি।