আতিফ আসলাম বাবলু নির্মাণ করলেন ‘ফাপরবাজ’

আতিফ আসলাম বাবলু নির্মাণ করলেন ‘ফাপরবাজ’

বিনোদন ডেস্ক :

তরুণ নাট্য নির্মাতা আতিফ আসলাম বাবলু নির্মাণ করেছেন নতুন নাটক ‘ফাপরবাজ’। এই নাটকের গল্পে দেখা যাবে, সেলিনা আন্টির সাথে থাকে একদল ব্যাচেলর মেয়ে। তাদের ঝগড়ায় দিশেহারা ভাড়াটিয়া ও বাড়িওয়ালা, ঠিক সেই মূহুর্তে একদল ব্যাচেলর ও বাসা খুঁজতে খুঁজতে এসে পড়ে সেই নীড়ে।

ব্যাচেলর ছেলেরা সারা ঢাকা শহরে ব্যাচেলর বাসা ভাড়া নেওয়ার জন্য অনেক খোজাখুজির পর অবশেষে বাড়িওয়ালা শাহিন মৃধার বাড়িতে বাসা ভাড়া নেয়। এরপর একই বাসায় পাশাপাশি ফ্ল্যাটে ছেলে ও মেয়ে ব্যাচেলর টিমের মুখোমুখি দেখা হয়। এক পর্যায়ে বিভিন্ন কারণে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা বেধে যায়।
উভয় দলই একে উন্যের বিরুদ্ধে বাড়িওয়ালাকে অভিযোগ করতে থাকে।
এক দল আরেক দলকে বাসা থেকে বের করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে। তারপর থেকে শুরু হয় তাদের মেয়ে ব্যাচেলর টিম ভার্সেস ছেলে ব্যাচেলর টিমের ফাঁপরবাজী।

তেমনি টক, ঝাল, মিস্টি মেশানো এক গল্পে, এক ঝাক তরুণ শিল্পী’কে নিয়ে আসছে “ফাঁপরবাজ” নাটকটি। নাটকটি পরিচালনা করেছেন সময়ের তরুণ নির্মাতা আতিফ আসলাম বাবলু ও গল্প ও চিত্রনাট্য করেছেন মোঃ রায়হান রনি। প্রধান সহকারী পরিচালক হিসেবে ছিলেন, রতন রহমান। চিত্রগ্রহণ করেছেন জয় আব্রাহাম।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শাহিন মৃধা, নাঈম খান তুর্য, নিপুন আহমেদ, আরফিন জুনায়েদ, জয় আহমেদ, রতন রহমান, জেবা জান্নাত, আঞ্জুমান মুন, মেঘলা মারিয়া, সাবরিনা, মিমো ও আরও অনেকেই। নাটকটি খুব শীঘ্রই প্রচারিত হবে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *