এলাহি সোহাগ | বিনোদন মেইল ডেস্ক |
নতুন সিনেমা ‘নাকফুল’। ফেরারী ফরহাদ ভালোবাসার প্রতীক নাকফুল নিয়ে সিনেমার গল্পটি লিখেছেন। সিনেমাটি পরিচালনা করছেন আলোক হাসান। নতুন এই সিনেমায় নতুন লুকে দেখা যাবে আদর আজাদকে।
সঙ্গে রয়েছেন পূজা চেরি। সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। প্রাচীনকাল থেকেই বাঙালি নারীর গয়না হিসেবে নাকফুলের প্রচলন। সে নামেই সিনেমাটি তৈরি হয়েছে।
‘নাকফুল’ সিনেমাটি বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত। আদর আজাদ বলেন, ‘নাকফুল একটি নারীর কাছে বিশেষ এক অলঙ্কার। নারীদের কাছে এক আবেগের গয়না। ’ সিনেমাটি চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।