আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের ‘ত্রিতত্ব’!

আদিত্য চোপড়ার স্পাই ইউনিভার্সের ‘ত্রিতত্ব’!

অনলাইন ডেস্ক :

যশ রাজ্ ব্যানারের স্পাই ইউনিভার্সের ছবি মানেই দর্শকের চাহিদা তুঙ্গে। তার সবথেকে বড় উদাহরণ “পাঠান” এবং “ওয়ার” ছবির জন্য অনুরাগীদের উন্মাদনা ও সাফল্য। এমনিতেই “টাইগার ৩” এ আবার জুটি বাঁধছেন টাইগার ও জোয়া। সালমান খান ও ক্যাটরিনা কাইফ। সূত্রের খবর এই ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন “ওয়ার” ছবির “কবীর” হৃত্বিক রোশন। আদিত্য চোপড়া অনেক পরিকল্পনা করে হৃত্বিককে “টাইগার ৩” এ বিশেষ চরিত্রে কাস্ট করেছেন। ১২ নভেম্বর এটি বড়পর্দায় সকলকে অবাক করে দিতে পারে। আদিত্য চোপড়া সুপারস্পাই-এর ত্রিতত্ত্ব অবশ্যই ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় মুহূর্ত হতে চলেছে। “টাইগার ৩” পরিচালনা করেছেন “ব্যান্ড বাজা বারাত” এবং “ফ্যান” খ্যাত মনীশ শর্মা। “টাইগার ৩”-এর পরে, স্পাই ইউনিভার্সে আস্তে চলেছে “ওয়ার ২”. -যেখানে মুখ্য ভূমিকায় থাকবেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর এবং কিয়ারা আদভানি। ছবিটি পরিচালনা করবেন অয়ন মুখোপাধ্যায় । এবং ছবিটিতে ক্যামিও করবেন জাতীয় পুরস্কার বিজয়ী আলিয়া ভাট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *