আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হল শর্টফিল্ম ‘চেনা-অচেনা’

আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হল শর্টফিল্ম ‘চেনা-অচেনা’

অনলাইন ডেস্ক :

‘লিস্বন ফিল্ম রেন্ডেবাস’ নামের আন্তর্জাতিক শর্টফিল্ম ফেস্টিভ্যালে বিশ্বের হাজারো গুণী নির্মাতার ভিড়ে বাংলাদেশের নতুন নির্মাতা মতিউর রহমান সাগরের ‘চেনা-অচেনা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি উৎসবের জুরি বোর্ডের পছন্দে সেমিফাইনাল পর্যন্ত উঠে এলেও চুড়ান্ত অর্জনটুকু আসেনি। অবশেষে সাফল্য ধরা দিয়েছে ভারতের আসামের ‘খামরুডু আন্তর্জাতিক শর্টফিল্ম ফেস্টিভ্যাল’ থেকে। উৎসবে ‘ক্রিটিকস অ্যাওয়ার্ড’ জিতেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এরই মাঝে ভারতের তিনটি উৎসবসহ ছয়টি দেশের এগারোটি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল থেকে পেয়েছে মনোনয়ন। সুইডেন, নিউইয়র্ক, ইংল্যান্ড, নেদারল্যান্ড, ব্রাজিলসহ একাধিক উৎসব থেক অফিসিয়ালি মনোনয়ন পেয়েছে স্বল্পদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্রটি।

দশ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যটির নির্মাতা মতিউর রহমান সাগর মূলত একজন মঞ্চকর্মী ও অভিনেতা। করোনাকালে তিনি পরিচালনার কাজে উদ্যাগী হয়ে উঠেন। চিত্রগ্রহণে ছিলেন ইকবাল মাহমুদ, আবহ সংগীত করেছেন শারফিন আলম এবং অভিনয়ে মানিক চৌধুরি, তিতলী, রিমু প্রমুখ।

করোনাকালে মধ্যবিত্ত পরিবারের স্কুল পড়ুয়া সন্তানদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্ভুত পরিস্থিতি তুলে ধরা হয়েছে এই সিনেমায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *