আবারও আইনি জটিলতায় জ্যাকলিন!

আবারও আইনি জটিলতায় জ্যাকলিন!

অনলাইন ডেস্ক :

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। একের পর এক বিতর্ক যেন পিছুই ছাড়ছে না এই নায়িকার। এবার এই অভিনেত্রীর বিরুদ্ধে চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। চার্জশিটে বলা হয়, এখন পর্যন্ত তদন্তে জানা গিয়েছে যে অভিযুক্ত অভিনেত্রী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধের সঙ্গে জড়িত।

এর পাশাপাশি চার্জশিটে আরও বলা হয়েছে, তিনি নিজে এবং ভারতে ও বিদেশে বসবাসকারী তারই পরিবারের সদস্যরা যেসব উপহার পেয়েছেন, তার সঙ্গে তছরুপের অপরাধের যোগ রয়েছে। এর ফলে তছরুপ প্রতিরোধ আইন ২০০২-এর ধারা ৩-এর অধীন তছরুপের অভিযোগ করা হলো, যা PMLA, ২০২২-এর ধারা ৪-এর অধীন শাস্তিযোগ্য অপরাধ।

চার্জশিটে আরও বলা হয়, জ্যাকলিন ফার্নান্দেজ সচেতনভাবে সুকেশ চন্দ্রশেখরের অতীতের অপরাধমূলক কাজের ঘটনাগুলো উপেক্ষা করে গিয়েছেন। এবং তার সঙ্গে আর্থিক লেনদেনে লিপ্ত থেকেছেন। শুধু জ্যাকলিন নন, এমনকি তার পরিবারের সদস্য এবং বন্ধুরাও তাদের এই সম্পর্ক থেকে আর্থিকভাবে উপকৃত হয়েছেন।

এর আগে আর্থিক প্রতারণার মামলায় জড়িত থাকার অভিযোগ থাকায় বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজকে মুম্বাই বিমানবন্দরে আটকে দেয়া হয়েছিল। নায়িকার নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষ থেকে লুক আউট নোটিশ জারি করা হয়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, জ্যাকলিনকে নিয়ে ভারতের প্রথম মহিলা সুপারহিরোকেন্দ্রিক সিনেমা বানানোর কথা বলেছিলেন সুকেশ। যার বাজেট হবে ৫০০ কোটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *