
অনলাইন ডেস্ক :
সম্প্রতি সামাজিক মাধ্যমে ট্রেন্ডিংয়ে আছে হারিয়ানভি ‘ঠুমক ঠুমক’ গান। অনেকে এই গানের তালে নেচে ভিডিও প্রকাশ করছেন। নায়িকা শ্রাবন্তীও তাতে গা ভাসালেন।
গাঢ় রঙের সি-থ্রু (স্বচ্ছ) শাড়ি পরে সেই গানের তালেই নেচেছেন শ্রাবন্তী। তারপর ভিডিওটি প্রকাশ করেছেন নিজের ইনস্টাগ্রামে। এরপরই শুরু হয় ট্রলের বন্যা। এতে ভাবমূর্তি ক্ষুণ্ন হলো তার।
ভিডিওর কমেন্ট বক্সে বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে একটা ছোট হাতির বাচ্চা লাফাচ্ছে যেন।
বুড়ি বলেও কটাক্ষ করছেন কেউ কেউ। আরেকজন তো শ্রাবন্তীকে নারী যৌনকর্মীর সঙ্গে তুলনা করেছেন। সেই ব্যক্তি লিখেছেন, ‘এটা কী নাচ! এত আগে বাইজিখানার সিনেমায় দেখতাম। এইসব করে ছেলে ফাঁসানো এখন হয়ত যাবে না। তাও চেষ্টা চালিয়ে যান। আমরা তো মজা লুটে নিই।’
অনেকে আবার অভিনেত্রীর ‘শাড়ি খুলে যাওয়া’র মতো কুৎসিত শঙ্কাও প্রকাশ করেছেন নির্দ্বিধায়।
যদিও এসব নোংরা মন্তব্যের প্রতিউত্তর করেননি শ্রাবন্তী।