বিনোদন ডেস্ক :
‘পটাকা’র পর প্রকাশিত হয় নুসরাত ফারিয়ার দ্বিতীয় মৌলিক গান ‘আমি চাই থাকতে’। দুটি গানের মিউজিক ভিডিওই ছিলো নাচা-গানায় ভরপুর। ফলে দর্শক-শ্রোতাদের কাছে দারুণ প্রিয়তা পায় গান দুটি। ফলে নুসরাত ফারিয়া জানান,সিনেমার ব্যস্ততার বাইরে মাঝে মাঝেই মৌলিক গান নিয়ে হাজির হবেন তিনি। তার ধারাবাহিকতায় নুসরাত ফারিয়া এবার হাজির হচ্ছেন তার তৃতীয় গান নিয়ে। তার তৃতীয় মৌলিক গানের শিরোনাম ‘হাবিবি’। আগামী দীপাবলির আগেই গানটি প্রকাশ পাবে বলে জানান এই নায়িকা। নুসরাত ফারিয়া বলেন, ‘এর আগে ২০১৮ সালে ‘পটাকা’ এবং এর ২ বছর পর ‘আমি চাই থাকতে’ গান দুটি প্রকাশ করি। এবার প্রকাশ করছি হাবিবি। দীপাবলির আগেই গানটি দর্শকদের সামনে হাজির করবো। গানটির মিউজিক ভিডিওর শেষ পর্যায়ের কাজ চলছে। আশা করছি গানটি আগের দুটি গানের মতোই শ্রোতাদের মন জয় করতে পারবে।’