আবারও ফিরলো নিশো-মেহজাবিন জুটি

আবারও ফিরলো নিশো-মেহজাবিন জুটি

অনলাইন ডেস্ক | শিমুল খান |

নিশো ও মেহজাবিন ভক্তদের জন্য সুখবর নিয়ে এসেছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন। আগামী ১৬ নভেম্বর এই প্লাটফর্মে মুক্তি পাবে নতুন ওয়েব ফিল্ম ‘নীল জলের কাব্য’। এখানেই জুটি হয়ে অভিনয় করেছেন এই দুই তারকা। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

এরইমধ্যে ‘নীল জলের কাব্য’র একটি পোস্টার প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গোধূলি বেলায় সাগর পাড়ে হাত ধরে দাঁড়িয়ে আছেন নিশো এবং মেহজাবিন। পরিচালক বলেন, ‘এই কনটেন্ট দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। তাছাড়া নিশো-মেহজাবিনের ভক্ত অনেক। এক শ্রেণির দর্শক আছেন। পাশাপাশি অন্য দর্শকেরাও এটি দেখে মজা পাবেন।’

অসংখ্য জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্ট নির্মাণ করেছেন শিহাব শাহীন। নীল জলের কাব্য প্রসঙ্গে পরিচালক বলেন, একজন মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে এই কনটেন্ট।

যখন কনটেন্টটির শুটিং হচ্ছিল ওটিটি এত জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর কোভিড আসে। চারবার শুটিং ক্যানসেল করতে হয়। পরে আইস্ক্রিনের উদ্যোগে একটি ওয়েব ফিল্ম হিসেবে নির্মাণ করা হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *