অনলাইন ডেস্ক :
গত এক মাস ধরে বেশ অস্থিরতায় কাটছে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সময়। সম্প্রতি আবারও চেনা জগতে ফিরেছেন ‘ধারকান’খ্যাত এই তারকা। পুনরায় বসেছেন টেলিভিশন রিয়্যালিটি সুপার ডান্সারের বিচারকের আসনে। আর প্রায় এক মাস পর বুধবার (১৮ আগস্ট) ফের অনুষ্ঠানটিতে যোগ দিয়েই আবেগ তাড়িত হয়ে পড়েন অভিনেত্রী। জানা যায়, বিরতির পর শুটিংয়ে ফেরায় প্রতিযোগীদের পক্ষ থেকে শিল্পাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। যা দেখে তিনি অশ্রুসিক্ত হন। সবার ভালোবাসায় আপ্লুত হয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তখন তাকে সান্ত্বনা দেন সহ-বিচারক গীতা কাপুর ও অনুরাগ কাশ্যপসহ উপস্থিত সবাই।